নিজস্ব প্রতিনিধি:
‘মানুষ মানুষের জন্য’ প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে -অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।
এখনও যুদ্ধ নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।
ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা হয়ে দাঁড়িয়েছে, তারাই মানবতার কারিগর। সমাজের ঝামেলাহীন মানুষের সাথে এখনো কিছু মানুষ আছে যারা জীবন বলতে বোঝে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয় আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। তাঁরা দাঁড়িয়ে আছে মানবতার প্রশ্নে। তাঁরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসার চেষ্টা করছে। ইফতার ও গরীব অসহায় শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ কালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বাংলাপোস্ট পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন মানুষের জীবনে সংকট বা সমস্যা থাকেই। সেখান থেকে উত্তরণের জন্য মানুষই আবার মানুষের সহায়ক হয়। দরিদ্র, অসহায়, অসুস্থ, গরিব ও দুস্থ মানুষের সেবা করা মুমিনের বৈশিষ্ট্য।
কেননা আল্লাহ তায়ালা সমগ্র মুমিন জাতিকে বানিয়েছেন এক দেহের মতো করে। কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমান বিশ্ব পরিস্থিতি।এই বিভীষিকাময় পরিস্থিতির মাধ্যমে আল্লাহ তায়ালা অসহায়দের পাশাপাশি আমাদের ও পরীক্ষা নিচ্ছেন, তাদের ব্যাপারে আমরা কী পদক্ষেপ নিচ্ছি দেখছেন।এই পরীক্ষায় পাস করতে হলে করতে এভাবে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এ ক্ষেত্রে দরিদ্র নি:স্ব ও অভাবী, এতিম মিসকিনসহ সমাজের প্রতিটি স্তরের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই।
এশিয়ান ইসলামিক কমিউনিটি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মদ এর পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে গরীব, দুস্থ অসহায় ও পথচারীসহ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে ঈদের আনন্দে শরিক করতে বঞ্চিত শিশুদেরকে, ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ ও এসো গড়ি ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে । আজ ( আজ ২৭ রমজান, রবিবার, ৭ মার্চ -) বিকেলে রাজধানীর বিজয়নগর ও খিলগাঁও দুটি স্পটে এই সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ রায়হান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বাংলা পোস্ট পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক আকবর সিরাজী, এনডিপি মহাসচিব ও বাংলাদেশ মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের সদস্য, মোঃ মাসুম বিল্লাহ, আল আমীন, শাকিল আহমেদ, মোঃ শিপার আহমেদ, মোঃ মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন,সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের পক্ষ থেকে এভাবে প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো উচিত। যেভাবে আজ বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মদ তিনি তাহার পক্ষ থেকে আজ এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে । সংগঠনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ। তিনি আরো বলেন,
বিশেষ করে আমাদের ছিন্নমূল মানুষের পাশে ,খেটে খাওয়া মানুষের পাশে ও বাচ্চাদের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে অসহায় মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দেয়াই হচ্ছে আমাদের সর্বোত্তম কাজ।