প্রেস বিজ্ঞপ্তি:
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, আপোষহীন সংগ্রামী মজলুম জননেতা মাহামুদুর রহমানকে নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের কৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি’র চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
নেতৃবৃন্দ বলেন, মজলুম জননেতা মাহামুদুর রহমান গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পথ বেছে নিয়েছিলো।তিনি কলমকে হাতিয়ার হিসেবে নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় যখন মুখোশ উম্মোচন করে একের পর এক সাহসী সম্পাদকীয় লেখা শুরু করেছিলেন, তখন তৎকালীন ফ্যাসিবাদী শাসক দল দৈনিক আমার দেশ পত্রিকা অফিসে নগ্নভাবে হামলা চালায়।
আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় এবং মজলুম জননেতা মাহামুদুর রহমান সহ সাংবাদিক ওলিউল্লাহ নোমানকে গ্রেফতার করে। সেই সময় বিচারক মজলুম জননেতা মাহামুদুর রহমানকে সত্যি স্বীকার করে ক্ষমা চাইতে বলেছিলেন। কিন্তু সংগ্রামী,সাহসী মজলুম নেতা সেদিন ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং নিজের অবস্থান থেকে একচুল নড়েননি।এভাবে সাধারণ মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নেন তিনি।
দীর্ঘদিন কারাগারে থেকে জামিনে মুক্তি নিয়ে তিনি লন্ডনে গিয়েও খুনী সরকার এর রোষানলের শিকার হোন এবং সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয়কে হত্যাচেষ্টা মিথ্যা মামলায় অভিযুক্ত করে ৫ বছরের সাজা দেয়। অন্য আর একটি মিথ্যা মামলায় ২ বছরের সাজা দেয়, দীর্ঘদিন বিদেশে থাকার পর অসুস্থ মাকে দেখার জন্য দেশে ছুটে আসেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করেন তিনি। নিম্ন আদালত তাঁকে জেলে প্রেরণ করেন।
এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, এমন আজগুবি মিথ্যা মামলা চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ হস্তক্ষেপে এই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা উচিত, কারণ বর্তমান প্রধান উপদেষ্টা তিনি নিজেও অবৈধ সরকারের বহু ষড়যন্ত্রমূলক মামলা-মোকদ্দমার শিকার হয়েছেন।
নেতৃবৃন্দ দৈনিক আমারদেশ পত্রিকা সহ বন্ধ সকল চ্যানেল,নিউজ পেপার এবং অনলাইন নিউজ পোর্টাল খুলে দেওয়ার দাবি করেন।