ঢাকা প্রতিনিধি: সাবিনা ইয়াসমিন
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র বার্ষিক মুল্যায়ন ও স্থায়ী পরিষদ সদস্যদের পরিচিতি সভা গত ২৮ অক্টোবর ঢাকার খানা বাসমতি হোটেলে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক ও আরজেএফ’র সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাত আলম খান সজল। বার্ষিক হিসাব বিবরণী ও কর্মসূচী বাস্তবায়ন বিষয়ক প্রতিবেদন পেশ করেন আরজেএফ’র অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম। এ সময় আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মঞ্জুর হোসেন ঈশা, হৃদয় চৌধুরী, মোঃ উজ্জল খান, এডভোকেট খান চমন-ই-এলাহী, মোঃ কামাল উদ্দিন, মোঃ জাহঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরজেএফ’র ভাইস-চেয়ারম্যান মাহাবুব আরা দুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলী, ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন শাহীন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন হিমেল, মহিলা বিষয়ক সম্পাদক উর্মি রহমান, সহ-ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ দীন ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মামুন মোল্ল্যা কুমিল্লা জেলা আরজেএফ’র সভাপতি আবুল হাসনাত সজিব, সাধারন সম্পাদক মোছাঃ আফসানা আক্তার মিম, কুমিল্লা জেলা আরজেএফ’র ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তানভীর, সাধারন পরিষদ সদস্য মিজান বিপ্লব, আয়শা আক্তার স্বর্না, আজিজুন নাহার।
সভায় আরজেএফ’র বর্তমান কার্যনির্বাহী কমিটির গত ১ বছরের কার্যক্রমের বার্ষিক মুল্যায়ন নিয়ে বক্তারা বিশদ আলোচনা করেন। এছাড়াও সভায় আগমী ১ বছরের কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী পালন, আরজেএফ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন, নিষ্ক্রিয় সদস্যদের পদ শুন্য ঘোষণা করে কো-অফট্ কাউন্সিলের মাধ্যমে কার্যনির্বাহী কমিটিকে সক্রিয় করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সাংগঠনিক অবকাঠামো জোরদার করার জন্য নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি ও অন্তবর্তীকালী সরকারের উপদেষ্টা পরিষদের সাথে মতবিনিময় ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে সাংগঠনিক মতবিনিময়ের সিদ্ধান্ত গ্রহন করা হয়।