নিজস্ব প্রতিনিধি:
এড. সিমকী ইমাম খান এর "আমি সিমকী ইমাম খান বলছি ও সাদা কালো" দুটি বইয়ের মোড়ক উন্মোচন
২৪ ফেব্রুয়ারী ২০২৪ শনিবার বিকেলে একুশে বইমেলায় মোড়ক উন্মোচন মঞ্চে বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ,আইনজীবী ও মানবতার ফেরিওয়ালা, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা গ্রামের কৃতি সন্তান এডভোকেট সিমকী ইমাম খান এর " আমি সিমকী ইমাম খান বলছি এবং সাদা কালো " দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই দু'টির মোড়ক উন্মোচন করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা এডভোকেট রফিক সিকদার, হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো.বেলায়েত হোসেন, সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সাইফুদ্দিন কামাল।
জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা'র পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক বদরুল আলম শাহ,আশিক মো.সাইদুর হোসেন, ব্যারিস্টার জুবাইর মোহাম্মদ জাহিদ হোসেন, শামীমা হোসেন, এডভোকেট ইবনে বিন গুলশাক,প্রকৌশলী রাশেদুল ইসলাম রুদ্র।
এসময় বিভিন্ন স্কুলের ছাত্র -ছাত্রীসহ কবি,লেখক, গবেষক উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এডভোকেট রফিক সিকদার বলেন,একজন আইনজীবী ও রাজনীতিবিদ হিসাবে এডভোকেট সিমকী ইমাম খান অনেক জনপ্রিয়। তারপরও তিনি অসাধারণ দুটি বই পাঠকদের উপহার দিলেন।
বিশেষ করে তার লেখা সাদা কালো বইটি একটি সাহসী নির্মাণ। আমি তার বইয়ের সফলতা কামনা করছি।
লেখক এডভোকেট সিমকী ইমাম খান বলেন,আমার স্বামী একজন অসাধারণ গুণী মানুষ। তিনি সব সময় লেখার জন্য উৎসাহ দিতেন।পেশায় একজন প্রকৌশলী হওয়া সত্ত্বেও সাহিত্যের প্রতি তার প্রেম আমাকে অনুপ্রাণিত করেছে। তিনি আরো বলেন, আমার ৪ কন্যা।দুজন ইন্জিনিয়ার,একজন ব্যারিস্টার,আর সবার ছোট এ লেভেল পরীক্ষার্থী।তারাও আমার প্রেরণার উৎস। আমি সত্যি উচ্চারণে ভয় করিনা আর সে কারনে সাদা কালো লেখার সাহস করেছি।বইটিতে পাঠকদের জন্য একটি নতুন মাত্রা যোগ হবে বলে আমি বিশ্বাস করি।
মোড়ক উন্মোচন শেষে লেখিকা এডভোকেট সিমকী ইমাম খান একুশে বইমেলায় দুটি বই উপহার দেয়ার জন্য তাকে বিশিষ্টজনরা সন্মাননা স্মারক তুলে দেন।