1. admin@daniksomoyerpotrika.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তর আমরা ভুলতে পারিনা : মির্জা ফখরুল পঞ্চগড়ে অবৈধ বালুসহ নৌকা জব্দ করলেন এসিল্যান্ড মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে সেচ্ছাসেবী সংগঠন ”স্বপ্নছোঁয়া” এর শ্রদ্ধা পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বাংলাদেশী তরুনিকে নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার, নিন্দা জানালেন মা-বাবা পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০০ কেজি ভারতীয় আলু জব্দ পঞ্চগড়ে সারজিসের পক্ষ থেকে শীতবস্ত্র পেল ২ হাজার শীতার্ত নজরুল ইসলাম মোল্লা সংগ্রাম ও আত্মত্যাগের এক অবিচ্ছেদ্য নেতৃত্বের উদাহরণ: এইচ এম রাজু আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে দুর্নীতিগ্রস্ত সংস্থার ম্যানেজার পঞ্চগড়ের শ্রেষ্ঠ জয়িতা পঞ্চগড়ে দুই কারারক্ষীর অবৈধ সম্পর্কে নারী কারারক্ষী সাময়িক বরখাস্ত

কবিতা মাত্রেই গনতান্ত্রিক ড. সলিমুল্লাহ খান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২১ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার:


লেখক চিন্তক ও সমাজতাত্বিক ড.সলিমুল্লাহ খান বলেছেন, কবিতা মাত্রেই গণতান্ত্রিক। তার একনম্বর কারণ কবির কারবার ভাষা নিয়ে। এক ব্যক্তির ভাষা বলে এই জগতে কোন পদার্থের ক্ষুদ্রতম কণা নাই, আর মানুষ যে মানুষ হয়েছে তা এই ভাষা বা বাকশক্তির কারণে ।

তিনি বলেন, কালের বিচারে কবিতার সঙ্গে গণতন্ত্রের একটি সম্পর্ক আছে । এই সম্পর্ককে ঐতিহাসিকও বলা যায়। তবে আধুনিক কালে ইতিহাস যখন প্রাচীন পুরাকথা বা মিথের স্থান দখল করেছে, তাই ইতিহাস সম্পর্কে একটু সাবধানতারও দরকার আছে।গত দুই শত বছরের কথাই যদি ধরি দুনিয়ার শত শত বড় কবি গণতন্ত্রের সংগ্রামে শরিক ছিলেন। জনগণের ভাগ্যোন্নয়নই ছিল এই কবিকুলের সাধনা। এই সাধনা কোথাও সার্থক হয়েছে, কোথাও বা হয়েছে নিরর্থক । তবু কবিদের সংগ্রাম থেমে থাকেনি। সাম্প্রতিক ছাত্র গনআন্দোলন আক্ষরিক অর্থেই একটি সফল আন্দোলন, এখন এটার ফসল ঘরে উঠাবার পালা, আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে ‘গণতান্ত্রিক বিপ্লবে কবিতা’ শীর্ষক একক বক্তৃতা ও ফ্যাসিবাদ বিরোধী কবিদের কবিতাপাঠ অনুষ্ঠানে তিনি তার বক্তৃতায় একথা বলেন।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের সভাপতিত্বে এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজার সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন- কবি মতিন বৈরাগী, শহীদুল্লাহ ফরায়জী, নুরুল ইসলাম মনি, কামার ফরিদ, সিকান্দার কবীর, আরিফ মঈনুদ্দিন, ফেরদৌস সালাম, রফিক হাসান, কামরুজ্জামান, আসাদ কাজল, এবিএম সোহেল রশীদ, নুরুন্নবী সোহেল, শ্যামল জাকারিয়া, স ম শামসুল আলম, শহীদ আজাদ, সুমনা নাজনীন, লিন্ডা আমিন, কবি আবুল খায়ের, মো. মঞ্জুর হোসেন ঈসাসহ অর্ধশত কবি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা, প্রচ্ছদ, ছবি, ভিডিও, কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি। © স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক সময়ের পত্রিকা।
Theme Customized By Arman IT