নিজস্ব প্রতিবেদক: এইচ.এম.বিল্লাল হোসেন রাজু
কৈশোরদের উজ্জ্বল ভবিষ্যত গঠনে সম্মাননা ও অতিদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান।
কিশোর-কিশোরীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে বিভিন্নভাবে সচেতনতামূলক কর্মকান্ডসহ তাদের হাত ধরে স্বচ্ছ পথে হাঁটা শেখাতে যে মানুষগুলোর বেশ গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। এবার তাদের বিশেষ সম্মাননা প্রদান করেছে সংগ্রাম। একই সাথে অতিদরিদ্র মেধাবী ২৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান । শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার শহীদ স্মৃতি সড়কে সংগ্রাম প্রধান কার্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম’র সভাপতিত্বে ও পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মাসউদ সিকদার’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সংগ্রাম কার্যনির্বাহী পরিষদ’র সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর সভাপতি অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন- সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় ও সংগ্রাম অতিদরিদ্র মেধাবী ২০ শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে ও সংগ্রাম’র নিজস্ব অর্থায়নে ৫ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। কৈশোর কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন- বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবদুল মোতালেব মৃধা; বিশিষ্ট ক্রীড়াবিদ মীর বজলুর রহমান; বিশিষ্ট সাংবাদিক জাকির হোসেন মিরাজ, বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী বাবুল কৃষ্ণ সাহা।
এছাড়াও বরগুনার পাথরঘাটা উপজেলার চৌধূরী মাসুম টিবিএম কলেজ বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হওয়ায় এর অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সৈয়দ ফজলুল হক কলেজ’র অধ্যক্ষ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) ২০২৪ ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) ২০২৪ নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম এবং প্রান্তের মানুষেল জীবন থেকে নেয়া হৃদয়ের কথা বলা ছন্দের কবি ও গীতিকার এবং সংগ্রাম সঙ্গিত এর রচনা ও সুরারোপ করায় পাথরঘাটার মোঃ ইদ্রিস আলী খানকে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে কৈশোর ক্লাব এর ১০ মেন্টরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগ্রাম’র কার্যনির্বাহী পরিষদ’র সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, সংগ্রাম’র পরিচালক (ঋণ) মোঃ হুমায়ুন কবীর, অভিভাবক ও শিক্ষার্থী।