ঢাকা প্রতিনিধি: সাবিনা ইয়াসমিন
জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা'র বড় ভাই খুলনা খালিশপুরের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক এস এম মুসা।
১২ সেপ্টেম্বর ২০২৪ দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা ২ ঘন্টা চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-এলাহি রাজিউন।
মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০।
১৩ সেপ্টেম্বর ২০২৪ খালিশপুর বায়তুল ফালাহ জামে মসজিদে বাদ জুমা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গোয়ালখালী কবরস্থানে বাবা-মার পাশে দাফন করা হবে,
এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে,খুলনা,যশোর সহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখতে আসেন।এলাকার সকল মানুষের প্রিয়মুখ ছিলেন এস এম মুসা।
গত ৬ মাস ২৭ দিন আগে তার মা ছায়েরা বেগম ইন্তেকাল করেছেন। ১৯৭৭ সালের রমজান মাসের ১৩ তারিখ তার বাবা নুর হোসেন আশরাফী মারা যান।মরহুম নুর হোসেন আশরাফী খুলনা জিপিও তে অবসর প্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া এলাকার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
এনডিপির মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসার পিতৃতুল্য বড় ভাই এস এম মুসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, মায়ের ডাক এর সভাপতি হাজেরা খাতুন, জাতীয় মানবাধিকার সমিতি'র মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এইচ.এম.বিল্লাল হোসেন রাজু, আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, মহাসচিব আর কে রিপন, অগ্রগামী মিডিয়া ভিষন এর নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, দৈনিক সময়ের পত্রিকা'র সম্পাদক নাসিমা আক্তার নাসরিন, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, কবিতা সংসদের সাধারণ সম্পাদক কনক,অনলাইন পোর্টাল জনতার আওয়াজ ডটকম এর সম্পাদক ডাঃ আব্দুল আজিজ, লন্ডন প্রবাসী লেখক ও গবেষক সায়েক এম রহমান, হৃদয় খুলনার প্রধান এডমিন ভিপি শহীদ সহ প্রমুখ।
নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানান।