ষ্টাফ রিপোর্টার:
ছাত্র-জনতার স্বপ্ন পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়ে জাতির উদ্দেশ্য নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর গুরুত্বপূর্ণ ভাষণ কে স্বাগত জানিয়েছেন এনডিপি'র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা।
তারা বলেন, ১৬ বছরের আবর্জনা সরিয়ে ছাত্র -জনতার প্রতিনিধি হয়ে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছেন নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। তিঁনি জাতির উদ্দেশ্য গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।সবাইকে নিয়ে কাজ করতে চান।আমাদের সবার উচিত তাঁর পাশে থাকা।রাস্ট্র মেরামতের কাজ চলছে সাথে চলছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র।
সর্তক থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে।বন্যা কবলিত সকলের পাশে দাঁড়াতে হবে।যারা ক্ষতিগ্রস্ত তাদের সকলের পাশে দাঁড়াতে হবে।কেউ যেন বঞ্চিত না হয়।লুটেরারা সুযোগ পেলেই আঘাত হানছি, তারা নানা বর্ণ ধারণ করছে। এবিষয়ে আরো সজাগ থাকতে হবে।যারা গত ১৬ বছর রাস্তায় নামাতো দূরের কথা একটি কথা বলতে পারিনি তারা এখন রাস্তায় নেমে লুটেরাদের পক্ষ নিচ্ছে কিনা এটা এখন ভাবার সময় এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে।
প্রশাসনের সর্বস্তরে সংস্কার চাই। সেই সংস্কারের নিরন্তর চর্চা। যেন আগামীতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলে প্রশাসনের ওপর অন্যায় মাতবরি ও খবরদারি ফলাতে না পারে। নির্বাচন কমিশন, দুদক, বিচার বিভাগ এবং সংস্কৃতি এমনভাবে গড়ে তুলতে হবে সেখানে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত থাকতে হবে।দুর্নীতি করার চিন্তা যেন কারো মাথায় না আসে এমন রাস্ট্র ব্যবস্হায় দেশকে আনতে হবে।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভাষণকে আমরা শুধু স্বগত জানাই না বরং রাস্ট্র মেরামত করার জন্য সময় দিতে চাই।