স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সারে চারটায় পঞ্চগড় জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দবানু মুক্তি'র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এ্যাড. আদম সুফি, জেলা বিএনপি'র সদস্য ইউনুস শেখ। সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব আনোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম.এ আব্দুল বারী, জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ মজাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষে এই সংগঠন গঠন করেছেন আমাদের সে লক্ষে এগিয়ে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতা আমার রক্ষা করতে হবে। বর্তমান যারা সরকারে রয়েছেন তারা অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা তাদের পদে আগের অবস্থানে ফিরে যাবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জেবুন নেহার, সাংগঠনিক সম্পাদক মজিদা বেগমসহ জেলা, উপজেলা ও পৌরসভা মহিলা দলের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আদম সুফি।