নিউজ ডেস্ক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত মামলায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
এই মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আসামিপক্ষের করা পৃথক আপিলের শুনানি শেষে, বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আওয়ামী সরকারের নীল নকশা বাস্তবায়নে ঢাকার একটি আদালত ২০১৮ সালের ২৯ অক্টোবর কথিত দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন।
বড়পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত মামলায় বেগম খালেদা জিয়াসহ বিএনপির দুই শীর্ষ নেতাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।
তাদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
আত্মপক্ষ সমর্থনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ আবু তাহের খালাসের আদেশ দেন।