1. admin@daniksomoyerpotrika.com : admin :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে শিশু-কিশোর উৎসব বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো জয়নুল আবেদীন ফারুক গণ প্রকৌশল দিবস পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন আইডিইবি’র আলোচনা সভা ১৫ বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখলো সায়েক এম রহমান পঞ্চগড়ে বাংলাদেশ জাসদ এর জেলা কার্যালয়ে মত বিনিময় সভা পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন জিয়া পরিষদের সভায় সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার রাজনৈতিক বক্তব্য পঞ্চগড়ে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আওয়ামীলীগ নেত্রী আকতারুন নাহার সাকীর বিরুদ্ধে পঞ্চগড়ে যাত্রা শুরু করল স্কুল অফ দ্য হলি কোরআন

জুয়েল এলিনের রচনা ও শামস করিমের পরিচালনায় নিজে বাঁচলে বউয়ের নাম

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: এইচ.এম.বিল্লাল হোসেন রাজু

পুরান ঢাকার মেয়ে অভিনেত্রী নূপুর হোসেন। মায়া ছবিতে সাহসী দৃশ্যে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন, একাধিক নাটকেও কাজ করছেন এ নবাগত অভিনেত্রী নূপুর। ঈদুল আযহার উপলক্ষে নূপুরের অভিনীত নাটক, জুয়েল এলিনের রচনা ও শামস করিমের পরিচালনায় বাংলাভিশনে প্রচারিত একক নাটক “নিজে বাঁচলে বউয়ের নাম”। নাটকে সহশিল্পী হিসেবে আরও ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, সালহা খানম নাদিয়াসহ অন্যান্য সহশিল্পী।

অভিনেত্রী নূপুর হোসেন বলেন, আমার অত্যন্ত প্রিয় একজন অভিনয় শিল্পী মোশারফ করিম। তার সাথে অভিনয় স্বপ্ন ছিলো, আমি যখন কাজ শুরু করি তার আগে থেকে ভাবতাম আমি যদি কখন অভিনয়ে কাজ করি। তাহলে মোশারফ করিমের সাথে আমি আমার প্রথম নাটকের কাজটা করবো, ঠিকই আমার এই ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি। তারা তো অনেক বড় মাপের আর্টিস্ট তাদের সাথে কাজ করাও একটা সৌভাগ্যের বিষয়, আল্লাহ তা’আলার রহমতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। সামনে আরও ভালো কাজ করবো এবং দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতে চেষ্টা করছি।

দৈনিক সময়ের পত্রিকাকে নুপুর বলেন, নাটকটি রমজানের ঈদের আগে নির্মিত হয়েছিলো। আমাকে এই নাটকটিটে কাজের সুযোগ করে দিয়েছিলেন, জনপ্রিয় ব্যক্তিত্ব সহকারী পরিচালক ফয়সালা আগুন ভাই। এই নাটকটিতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি, ফয়সাল ভাই সুযোগ করে দিয়েছিলেন বলেই আমি সাফল্য ফুটিয়ে তুলতে পেরেছি। ফয়সাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই সাফল্যটাই তার অবদান রয়েছে, তার সততা স্বচ্ছতা ও বিচক্ষণ দক্ষতা।

উল্লেখযোগ্য নূপুর তার প্রথম ছবিতে বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেন, অভিনয় করে নির্মাতাদের নজর কাড়েন এই অভিনেত্রী। নুপুর আরও বলেন আমি এখন বেঁচে বেঁচে কাজ করছি, দর্শক আমাকে সারা জীবন মনে রাখুক সে জন্য আমি দর্শকদের আরও ভালো কাজ উপহার দিতে চাই।

শামস করিম ভাইয়ের অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ পরিচালনায়, নাটকটি দর্শকদের সামনে আরও বেশি বিচক্ষণতার সঙ্গে উন্মোচিত হয়েছে। শামস করিম ভাইয়ের আরও সাফল্যের একাধিক নাটক রয়েছে, নিজে বাঁচলে বউয়ের নাম,বাদী যখন বেগম, ভেজাল প্রেম, ভালোবাসা কারে কয়, আলোক চান, বনলতা প্যারা, ঝুঁকির মধ্যে আছি, ওগো বন্ধু সুন্দরী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা, প্রচ্ছদ, ছবি, ভিডিও, কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি। © স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক সময়ের পত্রিকা।
Theme Customized By Arman IT