নিজস্ব প্রতিবেদক: এইচ.এম.বিল্লাল হোসেন রাজু
দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিলের স্রোত, সময় যত বয়ে যায় মিছিলের সংখ্যা আর জনতার ঢলও বাড়তে থাকে। সকলের স্রোত মিলে যায় ভূলতা গাউছিয়া মার্কেট এলাকাতে, ঢাকা-সিলেট মহাসড়কে সকাল থেকে ঢল নামে লাখো মানুষের। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে, স্বৈরাচার শেখ হাসিনা’র বিচার চাই। আর পুরো চমকের নেপথ্যে ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ছিলো বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত উপজেলা ভিত্তিক অবস্থান কর্মসূচি। এ কর্মসূচি পালনে আগে থেকেই তৎপর ছিলেন দিপু ভূঁইয়া, গত জুলাই থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাইনবোর্ড, চিটাগাং রোডসহ বিভিন্ন পয়েন্টে। দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নামেন দিপু ভূঁইয়া, সংঘর্ষে জড়ান আওয়ামী লীগ এবং পুলিশের সঙ্গে তারপরেও ব্যাকফুটে যায়নি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা’র পতনের পর, আওয়ামী নৈরাজ্য রুখে দেওয়ার লক্ষ্যে মাঠে সোচ্চার হয়ে উঠেন দিপু ভূঁইয়া। বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের স্থাপনায় প্রহরা বসিয়েছেন। আইনশৃঙ্খলা অবনতি রোধে মাঠে থাকে দিপু সমর্থন নেতা কর্মীরা।
১৫ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিপু মাঠে নামেন, লাখো মানুষ নিয়ে অবস্থান নেন গাউছিয়াতে। বক্তব্যে সাফ জানিয়ে দেন কোন ধরনের ষড়যন্তের কায়েম করতে দেওয়া হবে না। পরে দলীয় নেতা কর্মীদের নিয়ে একটি র্যালি মহাসড়ক প্রদক্ষিণ করেন, র্যালি শেষে নেতাকর্মীদের আরও সক্রিয় এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।