1. admin@daniksomoyerpotrika.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনে সংবর্ধিত করলেন অবরুদ্ধ বাংলাদেশের লেখক যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা সায়েক এম রহমানকে একাত্তর আমরা ভুলতে পারিনা : মির্জা ফখরুল পঞ্চগড়ে অবৈধ বালুসহ নৌকা জব্দ করলেন এসিল্যান্ড মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে সেচ্ছাসেবী সংগঠন ”স্বপ্নছোঁয়া” এর শ্রদ্ধা পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বাংলাদেশী তরুনিকে নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার, নিন্দা জানালেন মা-বাবা পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০০ কেজি ভারতীয় আলু জব্দ পঞ্চগড়ে সারজিসের পক্ষ থেকে শীতবস্ত্র পেল ২ হাজার শীতার্ত নজরুল ইসলাম মোল্লা সংগ্রাম ও আত্মত্যাগের এক অবিচ্ছেদ্য নেতৃত্বের উদাহরণ: এইচ এম রাজু আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে দুর্নীতিগ্রস্ত সংস্থার ম্যানেজার পঞ্চগড়ের শ্রেষ্ঠ জয়িতা

নানা আয়োজনে সংবর্ধিত করলেন অবরুদ্ধ বাংলাদেশের লেখক যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা সায়েক এম রহমানকে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার: জুঁই আক্তার

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে ২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যার পরে তোপখানা রোডস্থ বৈশাখী রেস্তরায় সুনামগঞ্জের কৃতিসন্তান লন্ডন প্রবাসী, অবরুদ্ধ বাংলাদেশ এবং একটি ভোরের প্রতিক্ষা গ্রন্থের লেখক, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা-ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান সায়েক এম রহমান বাংলাদেশে আগমন উপলক্ষে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মীর নুরুন্নবী উজ্জল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর নজরুল ইসলাম তামেজী, সহকারী অ্যাটর্নী জেনারেল বাংলাদেশ সুপ্রীম কোর্ট এডভোকেট এস এম ইউনুস আলী রবি, জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ও বাংলা পোস্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, জাতীয় মানবাধিকার সমিতির সাবেক মহাসচিব মফিজুর রহমান লিটন, হৃদয়ে পতাকা ২ মার্চের সভাপতি কবি শাহানা সুলতানা, গুমের শিকার নাসিমুল গনি খান, দৈনিক স্বদেশ বিচিত্রার মফস্বল সম্পাদক মোঃ আজগর হোসেন, মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও ২৪’র গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ শাহজাদা ওমর ফারুক পীরসাহেব।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ অবরুদ্ধ বাংলাদেশের বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ লেখক ও গবেষক সায়েক এম রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও তাকে উত্তরীয় পরিয়ে দেন শাহানা সুলতানা। স্মারক সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মীর নুরুন্নবী উজ্জল। সংগঠনের মগ তুলে দেন সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন। তার লেখা অবরুদ্ধ বাংলাদেশ বইটি সংগঠনের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার হাতে তুলে দেন। এসময় তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি সত্যিই অভিভুত ও আনন্দিত। জুলাইয়ের ২৪’র পর যে নতুন বাংলাদেশ সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে। তিনি যারা জুলাই গণঅভূত্থানে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির অন্যতম ভাইস চেয়ারম্যান লন্ডন প্রবাসী ড. এম এ আজিজ এর প্রতি। তিনি বলেন, আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি খুবই অসুস্থ। তার হাত ধরেই আমার এই সংগঠনে আসা। আমাদের অনুপস্থিতিতেই ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি অবরুদ্ধ বাংলাদেশ এবং একটি ভোরের প্রতিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন করে আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আমি সেই সময় অবরুদ্ধ বাংলাদেশে যে লেখাগুলো ছাপিয়েছিলাম তার ৭০ ভাগ লেখা দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই জন্য দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিও আমার অশেষ কৃতজ্ঞতা।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মীর নুরুন্নবী উজ্জল বলেন, বিদেশের মাটিতে বসে সায়েক এম রহমানদের মত দেশপ্রেমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রেখেছিলেন বিধায় আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে হাটাতে পেরেছি। তবে এখনও চারদিকে ফ্যাসিবাদীর দোসররা আনাগোনা করছে।

ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিতে হবে। কোনভাবে তাদেরকে ক্ষমা করা যাবে না, কারণ তাদের হাতে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের দাগ লেগে আছে।
আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে ভিডিও কলের মাধ্যমে ভোলা জেলা জাতীয় মানবাধিকার সমিতির অফিস উদ্বোধন করলেন মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

এসময় জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা সেলিম আহমেদসহ ভোলা জেলা মানবাধিকার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে অভিনন্দন জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা, প্রচ্ছদ, ছবি, ভিডিও, কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি। © স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক সময়ের পত্রিকা।
Theme Customized By Arman IT