স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় শাকিল খান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় সেতুর নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিল রানা ঐ উপজেলা রাধানগর ইউনিয়নের বড় ধাপ এলাকার আজিজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সেতুর নিচে হাত-পা বাঁধা অবস্থায় একজনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা যুবককে শনাক্ত করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাকিল মহেন্দ্র ট্রাক্টর ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক লেনদেনের কারণে তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলে ধারণা করছেন এলাকাবাসী।
আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুর ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে বিষয়টি আমলে নেওয়া হবে। ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি।