স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারী ) সকাল ৯টা আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের হাজী সমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২৫০ জনের মাঝে, সকাল ১১টায় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ফুটকীবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ৫০০ জনের মাঝে এবং বিকেল ৪টায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের কুশার সেন্টার মাঠে ২৫০ জনের মাঝে সেচ্ছাসেবী সংগঠন "প্রাণোচ্ছ্বাস" পঞ্চগড় এর সার্বিক সহযোগিতায় আল নাজদা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ করেছেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মো. হান্নান শেখ। আল নাজদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার শাহারিয়া সৌরভ।
আরো উপস্থিত ছিলেন প্রাণোচ্ছ্বাস এর সভাপতি মো. মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক মো. শাকিল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মশিউর রহমান (মাসুদ মল্লিক) সহ সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আলহাজ্ব মো. হান্নান শেখ বলেন, আল নাজদা ফাউন্ডেশনকে পঞ্চগড় জেলা পরিষদ এর পক্ষ থেকে ধন্যবাদ। আমি আশা করি ভবিষ্যতে আল নাজদা ফাউন্ডেশন আরো ব্যাপক ভাবে এগিয়ে আসবেন আমাদের মাঝে।
বাহার