1. admin@daniksomoyerpotrika.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তর আমরা ভুলতে পারিনা : মির্জা ফখরুল পঞ্চগড়ে অবৈধ বালুসহ নৌকা জব্দ করলেন এসিল্যান্ড মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে সেচ্ছাসেবী সংগঠন ”স্বপ্নছোঁয়া” এর শ্রদ্ধা পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বাংলাদেশী তরুনিকে নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার, নিন্দা জানালেন মা-বাবা পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০০ কেজি ভারতীয় আলু জব্দ পঞ্চগড়ে সারজিসের পক্ষ থেকে শীতবস্ত্র পেল ২ হাজার শীতার্ত নজরুল ইসলাম মোল্লা সংগ্রাম ও আত্মত্যাগের এক অবিচ্ছেদ্য নেতৃত্বের উদাহরণ: এইচ এম রাজু আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে দুর্নীতিগ্রস্ত সংস্থার ম্যানেজার পঞ্চগড়ের শ্রেষ্ঠ জয়িতা পঞ্চগড়ে দুই কারারক্ষীর অবৈধ সম্পর্কে নারী কারারক্ষী সাময়িক বরখাস্ত

পঞ্চগড়ে উপজেলা আ.লীগ’র সাধারণ সম্পাদক কাজী ডাবলুর সম্পত্তি জব্দের আদেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০০ বার পঠিত
Oplus_0

স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান (ডাবলু) এর যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ আদেশ দেন।

সাংবাদিক নিয়োগ চলছে যোগাযোগ করুন।

আদালত সূত্রে জানা যায়, আসামী কাজী মাহামুদুর রহমান (ডাবলু), ২৯ অক্টোবরে ২০২০ সালে দুদক দিনাজপুর অফিসে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৭৯ লাখ ৭২ হাজার ৫৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় দূর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বাদী হয়ে ২০২৪ সালের পহেলা ফেব্রুয়ারি মামলা দায়ের করেন।

তদন্তকালে আসামী কাজী মাহামুদুর রহমান তার নামে স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর অস্বাবর সম্পদ, বিক্রি করে বিদেশ পালানোর চেষ্টা করছেন। পরে আসামী ও তার স্ত্রী তহুরা বেগম, এর নামে অর্জিত সম্পদ ক্রোক বা অবরুদ্ধ করার জন্য বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ এ ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচলক ও তদন্তকারী কর্মকর্তা ৯ জুন আবেদন করেন।

এ বিষয়ে অভিযুক্ত তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান (ডাবলু) জানান, আমার বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে এটা আমি জানি, তবে আজকের আদালতের আদেশ সম্পর্কে জানা নেই।

পাবলিক প্রসিকিউটর দুদক সিনিয়র স্পেশাল জজ আদালত পঞ্চগড়, আইনজীবি মো. হাবিবুল ইসলাম হাবীব বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দুদক আইনে ওই চেয়ারম্যানসহ তার স্ত্রীর যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

কাজী মাহমুদুর রহমান (ডাবলু) এর ক্রোক করা স্থাবর সম্পত্তি 

তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া মৌজার ১৭৬৬ থেকে ১৭৭২ দাগে ১.৫০ শতক, ২২৪০ দাগে ০৩ শতক, ৭৫ দাগে ০৫ শতক, উপজেলার তেঁতুলিয়া মৌজার ২২৪০ দাগের ০৩ শতক, ১৭২৬, ১৭৩০ দাগে ০৫ শতক। তেঁতুলিয়া উপজেলার সরকারীপাড়া মৌজার ১০৫৩, ১০৫৪, ১০৬৭, ১০৬৮ দাগে ১৪১ শতক, ১০৫২ থেকে ১০৫৫, ১০৫৭, ১০৫৮, ১০৬১, ১০৬২ ও ১০৬৫ থেকে ১০৬৮ দাগের ৪৩ শতক। তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা মৌজার ৭৩ ও ৭৫ দাগের ২৫ শতক, ৭৩, ৭৫, ৯৬, ১০২, ১০৮, ১০৯, ১১০, ১৩৬, ১৩৮, ১৩৯, ১৭৫ দাগের ৩২ শতক। তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া মৌজায় ১৬ দাগের ১৪১ শতক, ৩২৭০, ৭২, ৩৬০৩, ৩৬০৯, ৩৬১০, ৩৬১১, ৩৬১৯, ৩৭২১ দাগে ২৩ শতক, ৭৩, ৭৪, ৭৫, ৭৮ দাগে ৩১ শতক, ১৬ দাগে ১২৭.৫ শতক। তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারী মৌজার ৩৩৯২ দাগে ৭১ শতক, ৩৩৯২ দাগে ১০০ শতক। তেঁতুলিয়া উপজেলার তিরনই মৌজার ২১৬ ও ২১৯ দাগে ৭৯ শতক এবং পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা মৌজার ১৩৫৩৩ দাগের ৫.৩১ শতক।

সর্বমোট ৭টি মৌজার ৫৯ টি দাগে ৮৩৬.৩১ শতক জমি সহ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), তেঁতুলিয়া শাখা, সঞ্চয়ী একটি হিসাবও জব্দ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা, প্রচ্ছদ, ছবি, ভিডিও, কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি। © স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক সময়ের পত্রিকা।
Theme Customized By Arman IT