স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
পঞ্চগড়ে কোটা এতো দিন নিশ্চুপ থাকলেও এবার সারাদেশের ন্যায় আন্দোলনের নেমেছে পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে। এই স্লোগানে কোটা বাতিলের দাবিতে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা শহরের আদালতপাড়া এলাকা থেকে ও মকবুলার রহমান সরকারি কলেজ থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। শিল্পকলা একাডেমীর সামনে মিছিলে বাঁধা দেয় ছাত্রলীগ। তাদের সাথে সাধারন শিক্ষার্থীদের বিভিন্ন বাকবিতণ্ডায় ছেড়ে দেয় তারা। পরে মসজিদ পাড়া হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
সমাবেশে তারা সকল শ্রেণীর সরকারি চাকরিতে নারী, প্রতিবন্ধী, অনুন্নত জনপদ, অনগ্রসর জাতিসত্তা ও বঞ্চিত শ্রেণীর জন্য যৌক্তিক মাত্রায় কোটা নিশ্চিত করে কোটা পদ্ধতি সংস্করনের দাবী জানান।
এর পর পরেই কোটা সংস্কারের বিপক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করে জেলা ছাত্রলীগ।
এর আগে কোটা বিরোধী আন্দোলনের নামে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের প্রতিবাদে পঞ্চগড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে জেলার বীর মুক্তিযোদ্ধারা।
পঞ্চগড় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এই কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা সাইখুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহব্বায়ক মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অবমূল্যায়ন করায় জোর প্রতিবাদ জানান।