নিজস্ব প্রতিবেদক
আদালতে হাজিরা দিতে গিয়ে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারী) বিকেলে আমলী আদালত-১ এ হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষে আইনজীবী এ্যাড. এম এ আব্দুল বারি।
জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল থেকে শ্রমিক লীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে শ্রমিক লীগের আট নেতা-কর্মী পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতে জাতীয় শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পঞ্চগড় জেলার যুগ্ম সম্পাদক ও আসামী পক্ষের আইনজীবী এ্যাড. এম এ আব্দুল বারি জানান, যুবদল ও ছাত্রদল এর তিন নেতার জামিন আবেদন শুনানি শেষে বিচারক জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক এর জামিন মঞ্জুর করেন এবং বাকী দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।