স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
ছিনতাইয়ের অভিযোগে সামিউল আলীম নাঈম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সদর থানা পুলিশ মাগুড়া ইউপির গেদিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামি সামিউলকে তার বাডি থেকে গ্রেফতার করেন।
জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে মালাদাম বাজার থেকে আমলাহার যাওয়ার সময় নাইম ও তার সহযোগীরা মিলে পারভেজের উপর হামলা চালায়। এ সময় তাকে মারধরের এক পর্যায়ে পারভেজের পকেট থেকে ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেন এবং সেই সাথে মোবাইল ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশে আট হাজার টাকা জোর করে নাঈমের মোবাইলে স্থানান্তর করে নেয়। শুধু টাকা ছিনতাই করে ক্ষান্ত হয়নি ছিনতাইকারী। অকথ্য ভাষায় গালিগালাজ করে ছিনতাইয়ের কথা প্রকাশ করলে জীবন নাশের হুমকি দিয়ে পালিয়ে যায় নাঈম ও তার দলবল।
পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, তার বিরূদ্ধে পঞ্চগড় সদর থানায় বিএনপি অফিস পুড়ানোর মামলা রয়েছে। এছাড়াও চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নাঈম।