স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
পঞ্চগড় জেলার বিভিন্ন আদালতে ২০ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ–সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। আদেশে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাঁদের নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হয়।
পঞ্চগড় জেলা জজ আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মো. আব্দুল বারী। একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে দু'জন এবং সহকারী জিপি হিসেবে দু'জন নতুন নিয়োগ পেয়েছেন।
পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মো. আদম সুফি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মির্জা নাজমুল ইসলাম কাজল। একই আদালতে অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে চারজন এবং সহকারী পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে নয় জন নতুন নিয়োগ পেয়েছেন।
অতিরিক্ত জিপি (সরকারি কৌঁসুলি) দু'জন হলেন, মো. খায়রুল আলম ও এ.কে.এম ওয়ালিউল্লাহ প্রধান এবং সহকারী জিপি (সরকারি কৌঁসুলি) দু'জন হলেন মো. ফজলে রাব্বি ও মো. মঞ্জরুল ইসলাম।
অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) চারজন হলেন, মো. খলিলুর রহমন, মো. ইয়াছিনুল হক দুলাল, মোছা. আনোয়ারা ও মোহাম্মদ আলী এবং সহকারী পিপি (পাবলিক প্রসিকিউটর) নয় জন হলেন, মো. সাদেকুর রহমান, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মেহেদী হাসান, মো. মোস্তাফিজুর রহমান মিলন, রাজেশ রায়, মো. মাসুদ পারভেজ, মো. হাফিজুর রহমান, মো. আজহারুল আলম এবং মো. ইলিয়াস আলী।