স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
পঞ্চগড়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। ঘটনাটি শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার চান পাড়া এলাকার জাহিদুল ইসলামের বাড়িতে ঘটে।এ ঘটনায় রোববার সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাহারাম উদ্দিনের ছেলে ভুক্তভোগী রবিউল ইসলাম।
ভুক্তভোগীরা জানান,শুক্রবার দুপুরে একজন অপরিচিত মহিলা সাহায্যের জন্য বাড়িতে আসে।তাকে চাল, ডাল,তেলসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়।ওই মহিলা চলে যাওয়ার কিছুক্ষণ পরে মাথা ঘুরা শুরু হয়। পরিবারের অনেকে দুপুরে ঘুমিয়ে পরে।ভোর রাতে দুই বছরের শিশু জুবায়ের ঘুম থেকে উঠে খেলা করছিল।তার সাড়া শব্দে টের পায় তার মা।পরে বাড়িতে জিনিসপত্র অগোছালো দেখে বাড়ির সবাইকে ডাকাডাকি শুরু করে।এর আগে চোর চক্র ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।রোববার সকাল পর্যন্ত ঘুম ও মাথা ঘুরা না কমলে পরে হাসপাতালে ভর্তি হন পরিবারের ৯ সদস্য।
ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, আমি রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছি কিন্তু অন্যন্য দিনের মতো সকালে ঘুম থেকে নিজে উঠতে পারিনা। প্রতিবেশীদের ডাকাডাকিতে ঘুম ভাঙলেও চোখ খুলতে অনেক কষ্ট হয়।এভাবেই ছেলেকে নিয়ে স্কুলে যাই, পরে বন্ধুরা আমার অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করান।
ব্যবসায়ী (মুদি দোকান) জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বাড়িতে গিয়ে ঘুমায় গেছি। শনিবার সকালে সবার ডাকাডাকিতে টের পাই। পরে দেখি টাকা-পয়সা কিছু স্বর্ণ নিয়ে গেছে চোর চক্রটি।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, ঘটনাটি জানা নাই। অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থ নেওয়া হবে।