স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
বর্তমান চ্যালেন্জিং সময়ে আদর্শ সন্তান প্রতিপালন ও সন্তানদের সুশিক্ষা প্রদানে অভিভাবকদের করনীয় নিয়ে প্যারেন্টিং প্রশিক্ষণের আয়োজন করেছে স্কুল অব দ্য হলি কোরআন পঞ্চগড়।
আগামী ৩০ নভেম্বর আল ইহসান হজ্জ গ্রুপের সহায়তায় প্রথমবারের মত পঞ্চগড় সরকারি অডিটোরিয়মের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সময়টি একটি চ্যালেন্জিং সময়। এ সময়ে আদর্শ সন্তান প্রতিপালন ও সন্তানদের সুশিক্ষা প্রদানে অভিভাবকদের অনেক চ্যালেন্জ নিতে হয়। সেদিক বিবেচনা করে উত্তরবঙ্গের মধ্যে পঞ্চগড়ে এই প্রথম অভিভাবকদের করনীয় নিয়ে প্যারেন্টিং প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নানা দিক ও বিষয় অবগত হতে পারবে অভিভাবকেরা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সহায়তা চেয়ে অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন স্কুল অব দা হলি কোরআন এর প্রতিষ্ঠাতা পরিচালক এম এজাজ আহম্মেদ, প্রতিষ্ঠানটির সভাপতি এইচ এম মনিরুল ইসলাম মোল্লা, সহ সাধারণ সম্পাদক শাহজালাল, আল ইহসান হজ্জ গ্রুপের পরিচালক আহসান উল্লাহ।
জানা গেছে, আগামী ৩০ নভেম্বর শনিবার সকালে এ প্যারেন্টিং প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের সাবেক রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মির্জা বাকের সারোয়ার আহমেদ৷