পঞ্চগড় প্রতিনিধি :
এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে পঞ্চগড় জেলায় ১১৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
তাদের মধ্যে এসএসসি- ৭৬ জন, দাখিল- ৪০ এবং এসএসসি ভোকেশনাল-৩ জন। পঞ্চগড় জেলা প্রশাসনের শিক্ষা শাখা এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, পঞ্চগড় জেলায়- ১৪ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী ৩০ টি কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শুরু হয় পরীক্ষা। এসএসসি- ১২ হাজার ২৯ জন, দাখিল- ১ হাজার ৫৩৮, এসএসসি ভোকেশনাল- ৯৯২ এবং দাখিল ভোকেশনাল ৬ জন পরীক্ষার্থী ছিল।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক জানান, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নিয়েছে। কোন প্রকার অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার হয়নি কোনো পরিক্ষার্থী। তবে কিছু সংখ্যাক শিক্ষার্থী অনপুস্থিত, সে বিষয়ে খোজঁখবর নেওয়া হবে।
/ বাহার /