স্টাফ রিপোর্টার :
প্রতিবছরের ন্যায় এবারেও গরীব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুল ইসলাম মোল্লা।
রবিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় প্রায় শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন।
মনিরুল ইসলাম মোল্লা বলেন, শীতকালে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে আমাদের পঞ্চগড়ে। এই কনকনে শীতে গরীব অসহায় মানুষেরা শীতবস্ত্র কিনতে পারেনা। এজন্য প্রতি বছর আমার সাধ্যমতো শীতার্ত পাশে দাড়াই।