স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
দীর্ঘ কুড়ি বছর থেকে পঞ্চগড় শহরের উপকন্ঠে রাজনগড় নতুন বস্তি এলাকায় দশটি হরিজন সম্প্রদায়ের বাড়ির সামনে থেকে মাদক বিক্রি হচ্ছে। এতে সামাজিক সম্প্রীতি নস্ট হয়ে পঞ্চগড় পৌরসভা এলাকার যুব সমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এরই প্রতিবাদে পঞ্চগড়ের রাজনগড় বকুলতলা মোড়ে মাদক এবং বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে রাজনগড় মাদক বিরোধী কমিটির সহযোগীতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কমিটির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর থানার ওসি মাসুদ পারভেজ, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম সহ ছয়টি মসজিদের ইমাম মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার তরুনরা বক্তব্য রাখেন।
বক্তারা জানান, অবাধে চলাফেরার রাস্তায় জনসম্মুখে প্রতিদিনই ১০ থেকে ১৫ টি পরিবারের নারী পুরুষরা অবাধে মাদক বিক্রি করছেন। প্রশাসন জনপ্রতিনিধীদের কাছে বার বার অভিযোগ করেও মাদক ব্যবসা বন্ধ হয়নি। সাবেক পৌর মেয়র তার বক্তব্যে বলেন আগামি এক মাসের মধ্যে মাদক ব্যাবসায়ীদের উচ্ছেদ করা না হলে পঞ্চগড় জেলায় দূর্বার আন্দোলন করার ঘোষনা দেন তিনি। এ সময় ইউএনওর কাছে মাদক ব্যবসায়ীদের একটি তালিকাও তুলে দেন তৌহিদুল ইসলাম। পরে ইউএনও এবং ওসি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সেই সাথে রাতের বেলায় পাহারা বসানোর কথা দেন। তিনটি গ্রামের নারী পুরুষ শিশু সহ আলেম ওলামা মসজিদের ইমাম মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ সহস্রাধিক জনতা সমাবেশে অংশ নেন।