পঞ্চগড় প্রতিনিধি :
এবারের বইমেলায় লেখক ও সাংবাদিক রহিম আব্দুর রহিমের তিনটি বই পাওয়া যাচ্ছে। বইগুলো হচ্ছে- ‘গুণ আদর্শের বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিব’, ‘দুষ্টু বেলার মিষ্টি কথা’ এবং ‘রহিম আব্দুর রহিম এর নাটকসমগ্র’।
বই তিনটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘অভিযান’। বইগুলো একুশে বইমেলায় অভিযান- ৩২ স্টলে পাওয়া যাচ্ছে।
‘গুণ আর্দশের বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিব’- এই বইয়ে সহজ সরল ভাষায় উপস্থাপিত হয়েছে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর এবং রাজনৈতিক জীবনের নানা আর্দশিক কর্মকান্ড ও মানবসেবার প্রামাণ্যচিত্র। ‘দুষ্টু বেলার মিষ্টি কথা’ বইটি লেখকের আত্মজীবনী মূলক। এছাড়া ‘রহিম আব্দুর রহিম এর নাটক সমগ্র’ বইটিতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা ভিত্তিক ১৭টি নাটক স্থান পেয়েছে।
লেখক রহিম আব্দুর রহিম বলেন, ‘দুষ্টু বেলার মিষ্টি কথা’ বইটি আমার আত্মজীবনী নিয়ে লেখা। এটি সর্বস্তরের পাঠকদের আনন্দ দেবে এবং পাঠকদের অজান্তে তাঁদের শৈশব-কৈশোরকালের স্মৃতির রাজ্যে পৌঁছে দেবে বলে আশা করছি।
লেখক আরও বলেন, ‘রহিম আব্দুর রহিম এর নাটক সমগ্র’- বইয়ের প্রতিটি নাটকই জ্ঞানগর্ব এবং শিক্ষনীয়। প্রত্যেকটি নাটক জাতীয় নাট্য উৎসবে মঞ্চস্থ হয়েছে। এরমধ্যে ছয়টি নাটক আন্তর্জাতিক নাট্য উৎসব পরিবেশিত হয়েছে।
রহিম আব্দুর রহিম একাধারে শিক্ষক, সাংবাদিক কলামিস্ট, নাট্যকার, শিশু ও ক্রীড়া সংগঠক, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি পঞ্চগড়ের একটি ফাযিল মাদ্রাসায় অধ্যাপনা করছেন।
তার প্রকাশিত অন্যান্য বইগুলো হচ্ছে- ‘স্বাধীন ছিটমহল’, ‘এক ডজন নাটক’, ‘সাতটি কিশোর নাটক’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জীবন ভিত্তিক নাটক ‘বাইগার পাড়ের বাঙালি’ নাটকসহ ‘চারটি নাটক’, গবেষণাগ্রন্থ ‘ক্ষরণ’, ‘গল্পকথায় ব্যাকরণ’, ‘জীবনবীণা’, ‘তিতা মিঠা কড়া কথা’, নাটক ‘পশুর বয়ান’।