নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বঙ্গবাজারে বঙ্গ ইসলামিয়া মার্কেটে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূইয়া এবং জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ হাসান। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের ওপর এ হামলা হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার দুই সাংবাদিকের অভিযোগ, কাপড় দেখতে গিয়ে ‘সিন্ডিকেটের’ প্রতিবাদ করায় তাঁদের হাতুড়ি, রড, জিআই পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলির স্বামী আবুল হোসেন টাবু, বিএনপির পদপ্রত্যাশী রফিকুল ইসলাম ও শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ ইউসুফ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি'র চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
নেতৃবৃন্দ বলেন, সিন্ডিকেট ও লুটপাট কারীদের কোন দল নেই।তারা সব সময় সুযোগ সন্ধানী।যখন যারা ক্ষমতায় থাকে তাদের কে লুটপাটের বড় ভাগ দিয়ে নিজেরা নতুন মোড়কে আরো ভয়ংকর হয়ে ফিরে আসে।
যে সংরক্ষিত নারী কাউন্সিলার এর স্বামীর নাম উঠে এসেছে সেই বিতর্কিত আওয়ামী লীগ এর নারী কাউন্সিলের নগ্ন ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। ক্ষমতা ও টাকার জন্য তারা সব কিছু করতে পারে এটা আবারও প্রমাণিত হয়েছে।
যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।