কলাপাড়া উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে, রেন ঝি (৪০) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রেন ঝি ওই বিদ্যুৎকেন্দ্রের চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান নান থং সিং জিং এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, সকালে ওই ব্যক্তি নিজেই ইজিবাইক চালাচ্ছিলেন। এ সময় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শীতজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।