বেতাগী উপজেলা প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে আজ দুপুরে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ৩৭৫০টি ফলজ গাছের চারা (আম রুপালি, পেয়ারা ও লেবু)বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, এডভোকেট আরিফুর রহমান আরিফ, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ ফারুক আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার (Uno Betagi), বেতাগী, বরগুনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপুল সিকদার, এসি ল্যান্ড বেতাগী, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, প্রবীণ রাজনীতিবিদ জনাব জলিলুর রহমান খান নান্না, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ শাহজাহান গাজী, অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রভাষক মামুন পারভেজ আসাদ এবং শাহাদাত হোসেন মুন্না।
গাছ বিতরনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন বেতাগী সমস্যা সম্ভাবনা গ্রুপের সদস্যরা, রেড ক্রিসেন্ট সোসাইটি বেতাগী শাখার সদস্যরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ছাত্র ও যুব নেতৃবৃন্দ।