বেলাব (নরসিংদী) উপজেলা প্রতিনিধি
নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের নতুন বাজার এলাকায় বটতলা মোড় সংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে রিয়াদ ভূইয়া(১৬) নামে মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ জানুয়ারী সকাল ১১ টায় স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা নিজের অজান্তে পানিতে পড়ে মারা গেছে। নিহত রিযাদ ভূইয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ভূইয়া বাড়ির স্বপন ভূইয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রৌশনারা বেগম জানান, নিহত রিয়াদ ভূঁইয়া মানসিক প্রতিবন্ধী ছিল। আমার জানা মতে তার কোনো শত্রু নাই, হয়তো সে কোনো কারনে নদীতে এসে পানিতে পড়ে যায়। উঠতে না পেরে পানিতে ডুবে মারা গেছে।
নিহতের বাবা মো. স্বপন ভূইয়া বলেন, গত রবিবার হতে রিয়াদ নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি পরও তাকে পাওয়া যায়নি। আজ সকালে শুনতে পাই বটতলা মোড়ে একটি লাশ পাওয়া গেছে সেখানে গিয়ে আমার সন্তানকে সনাক্ত করি।
বেলাব থানা এসআই মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল হতে মরদেহটি উদ্ধার করি। ময়না তদন্তেন জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এমাদ মিয়া / বাহার