প্রেস বিজ্ঞপ্তি:
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা ৫ই ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে বলেন, ১৯৭১ নালে মহান মুক্তিযুদ্ধে বীরগাথা বিজয়ের মাস ডিসেম্বর। সেই মাসেই জাতীয় পতাকার অবমাননা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাংচুরসহ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ভারত সরকারের উস্কানিমূলক বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভারতের জনগণের কাছে আমাদের আহ্বান, আমরা যেমন ফ্যাসিবাদকে বিতারিত করেছি, আপনারাও উগ্রবাদী হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠীকে ক্ষমতা থেকে বিতাড়িত করুন। নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, ১৬ বছর বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজের অবৈধ ক্ষমতাকে টেকসই করার জন্য গুম, খুন নৈরাজ্যের পথ বেছে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা।
হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশকে অতল সাগরে ভাসিয়ে দিয়েছে। ২৪’র গণঅভূত্থানে পরাজিত হয়ে পালিয়ে গেলেও বিভিন্ন জায়গায় তার দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার জন্য নানারকম ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্র ভারতের উগ্রবাদী হিন্দু ও মোদি সরকার জ্বলন্ত আগুনে পেট্রোল ঢেলে দিচ্ছে। আর এক শ্রেণীর ভারতীয় মিডিয়া সেই খবরকে মুখরচর করে তৈরী করে জারিগান গাচ্ছে।
আমরা সচেতন রয়েছি। বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং ১৮ কোটি জনগণ আজ ঐক্যবদ্ধ। কোন চক্রান্তেও তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।