নিউজ ডেস্ক:
সুজাতা সদন অডিটোরিয়াম, কালিঘাট,কলকাতায় বিশ্ব কবি ফোরামের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি’র চেয়ারম্যান, শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
আমার আশা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোসারফ মোল্লার হাত থেকে শ্রেষ্ঠ বাঙালি সম্মান ২০২৪ হাত থেকে পুরস্কৃত হলেন।
এসময় তিনি মঞ্চে ডেকে নিলেন মেহের রশিদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী এ. কে জাহিদ এবং ফুলকুড়িঁ শিশু নিকেতন,বরিশাল এর প্রিন্সিপাল কামরুন নাহার।
এসময় তিনি বলেন,এ অর্জন আমার নয়, এ অর্জন আমার সোনার বাংলার। আমার জাতীয় পতাকা তুলে ধরেছি কলকাতার বুকে। সবাই গেয়েছেন আমাদের জাতীয় সংগীত। আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।
তাছাড়াও তিনি আরো বলেন, মানবাধিকার সমিতির মাধ্যমে আমরা সুবিধা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষের অধিকার সংরক্ষণ ও সচেতন করা। শেরে বাংলা এ কে ফজলুল হকের মত জাতীয় বীর ও মহান নেতার প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও পরবর্তীতে প্রজন্মে তা পৌছে, আমার এই যাত্রায় যারা সবাই পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি, আপনারা ভবিষ্যতে ও পাশে থাকবেন।