নিজস্ব প্রতিনিধি:
অভিজ্ঞ ব্যাংকার রিফাত মাহবুবের তিনটি বই নেভিগেটিং দা বিজনেস ওয়ার্ল্ড, এ রোডম্যাপ টু লং টার্ম সাসটেইনেবিলিটি। ইকোনমিক ডেভেলপমেন্ট টু এলিভিয়েট প্রোভার্টি, দ্য আর্ট অফ গ্লোবাল ফাইন্যান্স: স্ট্র্যাটেজিস ফর মানি মার্কেট কন্ট্রোল”। অভিজ্ঞ ব্যাঙ্কার রিফাত মাহবুব সাকিব তার দুই দশকের ব্যাঙ্কিং অভিজ্ঞতা থেকে ব্যবসা ও অর্থের গতিশীল উন্নতির জন্য একটি বিস্তৃত নির্দেশিকা প্রদান করেছেন এই বইগুলোর মাধ্যমে।
“ইকোনমিক ডেভেলপমেন্ট টু এলিভিয়েট প্রোভার্টি”,বইটিতে আধুনিক ব্যবসার উপর “কৃষি উন্নয়ন” এর প্রভাব তুলে ধরে। তিনি জৈবপ্রযুক্তি, যথার্থ চাষ, আধুনিক প্রযুক্তি, কৃষি প্রশিক্ষণ ইত্যাদির মতো প্রয়োজনীয় বিষয়গুলি ব্যাখ্যা করেন।
“দ্য আর্ট অফ গ্লোবাল ফাইন্যান্স স্ট্র্যাটেজিস ফর মানি মার্কেট কন্ট্রোল” বইটি জটিল আর্থিক ব্যবস্থার গতিশীলতা বোঝার এবং আয়ত্ত করার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করে। “নেভিগেটিং দা বিজনেস ওয়ার্ল্ড” এ রোডম্যাপ টু লং টার্ম সাসটেইনেবিলিটি” বইটি বিশ্বায়ন, সামাজিক নেটওয়ার্ক ব্যবসায়িক প্রভাব এবং ডেটা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকার মতো বৃহত্তর অর্থনৈতিক বিষয়ের আলোচনা করে। তার কাজের স্বীকৃতি হিসেবে একুশে স্মৃতি পরিষদ থেকে বিশেষ সম্মাননা পদক পেলেন লেখক ব্যাংকার রিফাত মাহবুব সাকিব। বই তিনটি এর জন্য সন্মাননা স্মারক পেলেন লেখক রিফাত মাহবুব। গত ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেতাজি সুভাষ চন্দ্র বোস পিস এওয়ার্ড ২০২৪ এ লেখক ও সামাজিক উন্নয়নের অবদান হিসেবে বিশেষ সম্মাননা পান। ২৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকেলে ভারতের কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভারত বাংলাদেশ মৈত্রী সোসাইটির উদ্যোগ ‘ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব-২০২৪’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লেখক রিফাত মাহবুব লেখক হিসেবে অবদান রাখায় এই অনুষ্ঠানে মহত্মাগান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেখা গোস্বামী, সাবেক সফল মন্ত্রী, নারী সুরক্ষা মন্ত্রণালয়, পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. বিশ্বজিৎ নন্দী, সাবেক মন্ত্রী, মেঘালয়, ভারত। পরিমল মালাকার, এক্স মেরিন, মিনিস্টার, কেন্দ্রীয় সরকার।