লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ভাষা সৈনিক মনিরুজ্জামান মাস্টারের নামে নির্মিত মাদ্রাসায়, শহীদ মিনার না থাকায় শ্রদ্ধা জানাতে পারেনি ছাত্র ও ছাত্রীরা।লালমনিরহাট জেলায় ভাষা সৈনিকদের নামে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এটি।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চর খারুয়ায়,ভাষা সৈনিক মরহুম মনিরুজ্জামান মাস্টার নুরানি সালাফিয়া মাদ্রাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে,এই প্রতিষ্ঠানটিতে দুর্গম চরাঞ্চলের ১৭০ জন ছাত্র ও ছাত্রীদের ইসলামি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা দেওয়া হয়ে থাকে।প্রতিষ্ঠানটি নির্মিত হবার পর থেকে খারুয়ার চর এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশুদের ঠাঁই হয়েছে এখানে।
প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক বৃন্দ ছাত্র ছাত্রীদের বই,পোষাক,স্কুল ব্যাগ নিজেদের অর্থয়ানে ব্যাবস্থা করে দেন,এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের লেখা পড়ার খোঁজ খবর সার্বৎক্ষানিক রাখেন,ফলে প্রতিষ্ঠানটিতে প্রতিবছর ছাত্র ছাত্রী বৃদ্ধি পাওয়ায় বর্তমান স্থান সংকুলান দেখা দিয়েছে।
চর খারুয়া মোগলহাট ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মুল ইউনিয়ন থেকে অনেকটাই বিচ্ছিন্ন,ধরলা নদী এবং বিস্তীর্ন বালু চর পাড়ি দিয়ে সেখানে যেতে হয়, নয়ত পাশের জেলা কুড়িগ্রাম ঘুরে সেখানে পৌছতে হয়,ফলে সেখানকার মানুষের জীবন মান অনেক কষ্টকর,অবহেলিত এসব মানুষের কথা চিন্তা করে ২০১৯ সালে ভাষা সৈনিক মরহুম মনিরুজ্জামান মাষ্টার ফাউন্ডেশন চর খারুয়ায় প্রতিষ্ঠানটি গড়ে তুলেন।
দুর্গম এই চরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি অগ্রনী ভুমিকা পালন করছে,ভাষা সৈনিকের নামে প্রতিষ্ঠানটি চললেও ভাষা সৈনিকদের শ্রদ্ধাঞ্জলী জানানোর জন্য নেই কোন ব্যাবস্থা,ফলে মাতৃভাষার জন্য ভাষা সৈনিকদের আত্মত্যাগ,তাদের সংগ্রাম সম্পর্ক্যে বর্তমান প্রজন্ম অন্ধকারেই থেকে যাচ্ছে।মাদ্রাসা কতৃপক্ষের দাবী মাদ্রাসা প্রাঙ্গনে একটি শহীদ মিনার নির্মিত হোক সরকারি অর্থায়নে,দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীরা জানুক মাতৃভাষার গৌরব ময় ইতিহাস।