নিজস্ব প্রতিবেদক:
ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রবিবার (১৭ নভেম্বর) মওলানা ভাসানীর মাজারে দুপুরে ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু,সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নারী নেত্রী সোনিয়া আক্তার, সাহানা বেগম, যুবনেতা আফজাল হোসেন , যুবনেতা সাইফুল ইসলাম,হাফেজ আব্দুল হকসহ টাঙ্গাইল জেলা ভাসানী অনুসারী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসাসহ প্রমুখ। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভাসানী অনুসারী পরিষদের
আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, মওলানা ভাসানী জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানান তিনি। এছাড়া পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান । এছাড়া মওলানা ভাসানীকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন নেতৃবৃন্দ।