স্টাফ রিপোর্টার: কামরুজ্জামান রুবেল
গ্রামীন এলাকার আঞ্চলিক বাজার চামারুল্লাহ, সোমবার দিবাগত-রাতে বিল্লাল মিয়ার ফার্মেসীর সামনে মাদকদ্রব্য (ইয়াবা) ট্যাবলেট বিক্রয় সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বায়ান্নটি ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানায়, ময়মনসিংহ নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ বাজারে ইয়াবা বিক্রি করার সময়, গোপন সংবাদের প্রেক্ষিতে জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল নির্দেশে নান্দাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ নেতৃত্বে চামারুল্লাহ বাজারে বিল্লালের ফার্মেসীর সামনে থেকে নান্দাইল পৌরসভার কাটলীপাড়া এলাকার বাসিন্দা মৃত- আইয়ুব আলীর ছেলে মোঃ দ্বীন ইসলাম(২৮), নান্দাইল পৌরসভার দশালিয়া এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৫), উত্তর পালাহার গ্রামের মৃত- ইছাহাক মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান একিয়ান (৩২) সহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়।
খোঁজনিয়ে আরও জানাযায়, দ্বীন ইসলাম, আমিনুল ইসলাম, হাবিবুর রহমানের দেহ তল্লাশী করে মোট ৫২(বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশের জব্দ তালিকা মূলে উদ্ধার হওয়া মাদক দ্রব্য জব্দ করা হয়। পরবর্তীতে তিন জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানার মামলা নং- ৩৮ (৩) ২০২৪ রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মজিদ আজকালের খবর কে বলেন, তিন মাদক কারবারিকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।