স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
যাদের আত্ম ত্যাগে বাংলা বিজয় তাদের প্রতি মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করছেন পঞ্চগড়ের সেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নছোঁয়া”
সোমবার সকাল সারে ৮ টায় স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল বাহার এর নেতৃত্বে পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সেচ্ছাসেবী সংগঠনটির সদস্যবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নূর হাসান, শরিফুল ইসলাম, মো. আক্তারুজ্জামান, মো. আবু বক্কর সিদ্দিক সোহেল, মো. রাকিব হোসেন প্রমূখ।
সাধারণ সম্পাদক ইকবাল বাহার বলেন, এ দেশের বীর সন্তানরা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের অমূল্য অবদানের জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। সেই বীরদের প্রতি আমাদের আজকের এই শ্রদ্ধা।