পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় মাদক ব্যাবসায়ী ও সম্রাজ্ঞী মাজেদা বেগম মালার (৪১) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন পৌরবাসী। বুধবার পৌরসভার পশু হাসপাতালের সামনের সড়কে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা রাতে ২৫০ গ্রাম গাঁজাসহ মালাকে গলাচিপা থানা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো তিনটি মামলা রয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজ সেবক মো. লিটন মিয়া, হজরত আলী, মো. এমাদুল, মো. ঝিলাম, কলি বেগম ও নুপুর বেগম সহ আরো অনেকে। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, মালা দীর্ঘ দিন ধরে মাদকের ব্যাবসা করে আসছে। এলাকার যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। পুলিশ তাকে একাধিকবার গ্রেফতার করলেও আইনের ফাঁক ফোকর দিয়ে জামিনে বেরিয়ে সে পুনরায় মাদকের ব্যাবসা চালায়। তারা মালার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান প্রশাসনের কাছে।
/ সুমিত্র সরকার / বাহার /