বিনোদন প্রতিনিধি:
দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সাথে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই বিচ্ছেদের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। মাহি'র ডিভোর্সের খবরের পর সাবা নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেটি নিয়ে একটি পোস্ট দিয়েছেন। গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সোহানা সাবা একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন - কোনো বিচ্ছেদ কারও জন্যেই আনন্দের নয়। আর সে বিচ্ছেদের কথা সবাইকে জানানো আরও কঠিন..! আল্লাহ সবাইকে সহনশীলতা দান করুক। শেষে ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।
এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মাহি এক ভিডিওবার্তায় রাকিবের সাথে আলাদা বসবাসের কথা জানান। ওই ভিডিওতে তিনি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রাকিব খুব ভালো মানুষ তাকে আমি সম্মান করি, অনেক কেয়ারিং সে খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করবো।
মাহির ভাষ্য
একটা ছাদের নিচে দুটো মানুষ কেনো আসলে ভালো নেই, এটি ওই দু'টো মানুষই কেবল ভালো বলতে পারে। ওরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের সমস্যা বুঝতেও পারবে না, সমাধানও করতে পারবে না। আমরা দু'জন মিলেই আমাদের সম্পর্ক যেটা ছিলো সে সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়েই, আমরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আলাদা হবো। আমরা আলাদা আছি অনেকদিন যাবত, হয়ত খুব দ্রুতই এটার একটা ইনডিং হবে। আমরা দু'জন মিলেই এটা ঠিক করবো যে, এটা কীভাবে শেষ হবে।
ভিডিওর একপর্যায়ে মাহি তার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার জন্য সেটিজেনদের প্রতি অনুরোধ জানান। তখন কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ও হয়তো এখন এসব বুঝতে পারে না; কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। ওকে যেনো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিলো মাহি'র দ্বিতীয় বিবাহ, এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। পাঁচ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে নিজেদের বিবাহিত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন মাহি। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এদিকে মাহিও রাকিবের দ্বিতীয় স্ত্রী, রাকিবের আগের স্ত্রীর সংসারে দুই সন্তান আছে, তাদের নাম সোয়াইব ও সাইয়ারা।