পঞ্চগড় জেলা প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে, এ উপলক্ষে আজ সোমবার (২৫ মার্চ) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ সংলগ্ন বধ্যভুমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
পরে পরে একে একে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি করেন।অর্পণ শেষে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।