স্পোর্টস নিউজ ডেস্ক:
রংপুর রাইডার্সের দলীয় পারফরম্যান্সের কাছে হেরে গেলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ জিততে শেষ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রয়োজন ছিল ২৯ রান।
কঠিন সমীকরণ অবশ্য মেলাতে পারেননি বর্তমান চ্যাম্পিয়নদের ব্যাটাররা। সাকিব আল হাসানের ওভারের শেষ ৪ বলে ১৮ রান এনে দেন জাকের আলী অনিক। তবুও জয় পাওয়া হয়নি কুমিল্লার। লিটন দাসের কুমিল্লাকে ৮ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো রংপুর রাইডার্স।
ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিটন দাসের। এবারের বিপিএলে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। রংপুর রাইডার্সের বিপক্ষেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কুমিল্লার অধিনায়ক। আজমতউল্লাহ ওমরজাইয়ের গুড লেংথ ডেলিভারিতে উইকেট থেকে বেরিয়ে এসে উড়িয়ে মারতে গিয়ে বাবর আজমের হাতে ক্যাচ দিয়েছেন লিটন। রানের খাতা খুলতে না পারা এই ব্যাটার ফিরেছেন গোল্ডেন ডাক মেরে।
লিটন ফেরার পর জুটি গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও মাহিদুল ইসলাম অঙ্কন। তারা দুজনে মিলে কুমিল্লাকে এগিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। যেখানে রিজওয়ানের চেয়ে দ্রুত গতিতে রান তুলছিলেন মাহিদুল। তাদের দুজনেরজমে ওঠা জুটি ভাঙেন মোহাম্মদ নবি। ডানহাতি এই অফ স্পিনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়েছেন ১৭ রান করা রিজওয়ান।
পাকিস্তানের এই ব্যাটারের বিদায়ে ভাঙে মাহিদুলের সঙ্গে তার ৫৯ রানের জুটি। এদিকে প্রথম ম্যাচে একাদশে থাকলেও পরের ম্যাচেগুলোতে বাদ পড়েন মাহিদুল। ছন্দে থাকা ইমরুল কায়েসের চোটে অবশ্য রংপুরের বিপক্ষে সুযোগ মেলে তার। সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তরুণ এই উইকেটকিপার ব্যাটার। দারুণ ব্যাটিংয়ে ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহিদুল। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেন তিনি। যদিও তাকে ইনিংস আর বেশি বড় করতে দেননি হাসান মাহমুদ।
রানের চাপে ডানহাতি এই পেসারের বলে লং অনের উপর দিয়ে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় হওয়ায় বাবর আজমের হাতে ধরা পড়েন ৬৩ রানের ইনিংস খেলা অঙ্কন। এদিকে ঝড় তোলার চেষ্টায় থাকায় খুশদিল শাহকে ২ ছক্কার পরই বিদায় করেছেন ওমরজাই। ডানহাতি এই পেসারের বলে ফজলে রাব্বিকে ক্যাচ দিয়েছেন ১৩ রান করা খুশদিল।