প্রেস বিজ্ঞপ্তি:
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা ১৭ আগস্ট শনিবার এক যৌথ বিবৃতিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ৫ই আগস্ট গণভবন থেকে বিশেষ ব্যবস্থায় খুনী হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও চারিদিকে ঘুরছে।
নেতৃবৃন্দ বলেন, গুম করার কুশলভ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেফতার করা হলেও তার সঙ্গী সাথীরা এখনও ধরা-ছোয়ার বাইরে রয়েছে। একজন সাবেক সচিবের বাসভবন থেকে ৩ কোটি টাকা ও স্বর্ণলংকার উদ্ধার করা হলেও অন্যান্যরাও ধরাছোয়ার বাইরে রয়েছে।
তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নেতৃবৃন্দ বলেন, এখনও যে সমস্ত পুলিশ সদস্য যোগদান করেনি তারা এদেশের পুলিশ না অন্য দেশ থেকে আনা পুলিশ সে বিষয়টি চিহ্নিত করার সময় এসেছে। সকল ক্ষেত্রে ঢেলে সাজাতে হবে, কারা নিজেদের ক্ষমতা পাকা পোক্ত করার জন্য নূন্যতম ৮ স্তরে ক্ষমতা সাজিয়েছিলো। সেই আট স্তরকে ভেঙ্গে-চুরে যারা দীর্ঘদিন বঞ্চিত ছিল তাদেরকে দায়িত্ব দিতে হবে।
শুধু বদলী করলে সমস্যা সমাধাণ হবে না। নেতৃবৃন্দ আরো বলেন, কোন কোন দেশ বাংলাদেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে সমস্ত দেশ মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধেও কূটনৈতিক অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে। নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে আরো বলেন, একজন পালাতক সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি কিভাবে ছাপা হয়। কোন উৎস থেকে বিবৃতিগুলো গণমাধ্যমে আসে সেগুলো চিহ্নিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ যারা শপথ নিয়েছেন আমরা বিশ্বাস করি তারা দেশের মানুষকে বৈষম্যহীন গণতন্ত্রের বাংলাদেশ উপহার দিবেন।
সেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, ভোট দেয়ার স্বাধীনতা থাকবে, রাজনীতি করার স্বাধীনতা থাকবে, সর্বপরী মানবাধিকারের স্বাধীনতা থাকবে। নেতৃবৃন্দ বলেন, গত ১৬ বছরে যেভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেখান থেকে কাটিয়ে উঠতে হলে হয় একটি মানবাধিকার মন্ত্রণালয় নয়তো বা অধিদপ্তর সৃষ্টি করে সকল লঙ্ঘিত মানবাধিকার গুম, খুন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের তালিকা নির্নয় ও তাদের পরিবারের কাছে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আগামীকাল খুনী শেখ হাসিনা'র সন্ত্রাসী চক্রান্ত রুখে দেওয়ার এখনই সময় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এনডিপি’র সকল নেতৃবৃন্দকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।