1. admin@daniksomoyerpotrika.com : admin :
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো জয়নুল আবেদীন ফারুক গণ প্রকৌশল দিবস পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন আইডিইবি’র আলোচনা সভা ১৫ বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখলো সায়েক এম রহমান পঞ্চগড়ে বাংলাদেশ জাসদ এর জেলা কার্যালয়ে মত বিনিময় সভা পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন জিয়া পরিষদের সভায় সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার রাজনৈতিক বক্তব্য পঞ্চগড়ে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আওয়ামীলীগ নেত্রী আকতারুন নাহার সাকীর বিরুদ্ধে পঞ্চগড়ে যাত্রা শুরু করল স্কুল অফ দ্য হলি কোরআন পঞ্চগড়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

কন্ঠশিল্পী সাথী খানের নতুন গান

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১১১ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার : জুঁই আক্তার

আমি এক এমন পাখি খ্যাত কন্ঠশিল্পী সাথী খানে’র নতুন গান এই প্রজন্মের ফোক ঘরানার শিল্পী। ফোক গান গেয়েই তিনি খুবই অল্প সময়ের মধ্যেই শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। বিশেষ করে তার কণ্ঠের “আমি এক এমন পাখি ” গানটি গেয়ে দারুণ সাড়া ফেলেছেন তিনি। ইউটিউব এই গান গেলো এক বছরে তিন কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন কাব্যিক পলাশ। সঙ্গীতায়োজন করেছেন আদিব কবির। মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন রাজ শংকর বিশ্বাস।

গানটি এক বছরের মধ্যেই বিশেষত ফোক গানপ্রেমী শ্রোতা দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। এই গান প্রকাশের পর সাথী যখন যেখানে গিয়েছেন এই গান তাকে গাইতেই হয়েছে। বলা যায় এই গান সাথী খানের সিগনেচার সং হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এরইমধ্যে সাথী খানের আরো নতুন নতুন গান একর পর এক প্রকাশ পাচ্ছে। এরইমধ্যে প্রকাশ পেলে তার নতুন গান হয় না মনের মিলন। গানটি প্রকাশ পেয়েছে গেলো ৬ জুন, এই গানটি লিখেছেন শিকদার নাঈম, সুর করেছেন মুনসী জুয়েল। এরইমধ্যে তার নতুন আরো একটি গান অপ্রেমিকও প্রকাশ পাবার কথা রয়েছে।

সাথী খান বলেন, আমি এক একলা পাখি-গানটির জন্য দেশ বিদেশ থেকে অনেক অনেক সাড়া পেয়েছি। যদিও কতো ভিউ হলো অনেকের মত এটা আমি হিসেবে করি না, কিন্তু সময়ের প্রয়োজনে ভিউও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার এই এক গান তিন কোটি ভিউয়ার্স উপভোগ করেছেন, এটাও অনেক বড় প্রাপ্তি। আমি আমার শ্রোতা দর্শক ভক্তদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই গানের নেপথ্যে যারা কাজ করেছেন অর্থাৎ গীতিকার, সুরকার, মিউজিক ভিডিও নির্মাতা, প্রযোজক-প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আগামীতে এমন আরও ভালো ভালো গান করতে চাই, সাথী খানের সবচেয়ে প্রিয় শিল্পী বাউল সম্রাজ্ঞী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম

এখনো মমতাজের তার সঙ্গে সরাসরি তার দেখা হলেও, তেমন কথা হয়নি তেমন। তার প্রবল ইচ্ছে একদিন মমতাজের সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নেবার। সাথী খানের কন্ঠে উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে চোখে শান্তি লাগে আমার, বলমালী, তুমি মানুষ ভাবো কারে, আমি নতুন কী আর আছি গো, নিজেই গেছি মরে, মইরা গেলে কানবা ঠিকই, পাগল ছাড়া দুনিয়া, ইত্যাদি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা, প্রচ্ছদ, ছবি, ভিডিও, কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি। © স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক সময়ের পত্রিকা।
Theme Customized By Arman IT