স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পঞ্চগড় পৌর এলাকার ৫নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পঞ্চগড় নূরন আলা নূর কামিল মাদ্রাসা মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সংগঠিত সম্পাদক জুয়েল রানা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আপনারা ছাত্রদল করেন, আপনাদের প্রধান কাজ পড়ালেখা করা। আপনারা পাঠ্যবইয়ের পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নিয়ে, বিএনপি'র ইতিহাস গুলো পড়বেন, জানবেন। আগামীর বাংলাদেশকে আপনারাই নেতৃত্বদিবেন অতএব আপনাদের উচিৎ সঠিক ইতিহাস জানা।
বক্তারা আরও বলেন, সাম্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করতে হবে। আমাদের সকলকে পরিবর্তন হতে হবে, আমাদের আচরণে যেন আওয়ামী ফ্যাসিস্টদের মতো আচরণ বেরিয়ে না আসে। আমাদের আন্দোলন ছিলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। ইনশাআল্লাহ, আমরা তা করবো।
সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের কর্মী সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাইয়্যেদ শান্ত।