নিউজ ডেস্ক:
গত ১৭ মার্চ, ২০২৪ ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল – ২০২৪ এওয়ার্ড সম্মাননা “সিনে টেলি সম্মান – ২০২৪” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে নিজের কাজের স্বীকৃতি সরূপ সেরা পরিচালকের সম্মাননা পান রিফাত মাহবুব সাকিব।
উল্লেখ্য ইতোপূর্বে, শ্যামা ফিল্মস এন্টারটেইনমেন্ট কর্তৃক আয়োজিত কলকাতা ২০২৪ ফিল্ম অ্যাওয়ার্ড থেকে “বেকারত্ব হ্রাস এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি” ডকুমেন্টারি ফিল্মের জন্য তিনি মর্যাদাপূর্ণ স্বীকৃতি এবং পুরস্কার পেয়েছেন।
পরিচালক বাদেও লেখক হিসেবে তার সুনাম ও স্বীকৃতি রয়েছে। ২০২৪ এর অমর একুশে বইমেলায় তার তিনটি বই “নেভিগেটিং দা বিজনেস ওয়ার্ল্ড : এ রোডম্যাপ টু লং টার্ম সাসটেইনেবিলিটি”, ” ইকোনমিক ডেভেলপমেন্ট টু এলিভিয়েট প্রোভার্টি “, “দ্য আর্ট অফ গ্লোবাল ফাইন্যান্স: স্ট্র্যাটেজিস ফর মানি মার্কেট কন্ট্রোল” প্রকাশ পায়। যা পাঠকমহলে বেশ সাড়া ফেলে এবং তার অভিজ্ঞতা ভিত্তিক এই বইগুলো পাঠকেরা সাদরে গ্রহণ করেন।
লেখক ও পরিচালক হিসেবে ভারত – বাংলাদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি তার নিষ্ঠা ও কাজের প্রতি ভালোবাসারই স্বীকৃতি হিসেবে কাজ করছে।