নিজস্ব প্রতিবেদক:
যেকোন বয়সে ইচ্ছে করলে মানুষ সাফল্য অর্জন করতে পারে।বাংলার মাটিতে এমন সাফল্য অর্জন করেছেন ভারতের ৫৫ বছরের উর্ধে রিনা ভদ্র।
প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া সবার বয়স পঁয়ত্রিশের ওপরে। বৃহস্পতিবার থেকে ছয় দেশের বর্ষীয়ান অ্যাথলেটদের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক ভেটেরান্স অ্যাথলেটিক্সে। ৩৫ বছরের বেশি বয়স যাদের, তারা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
দাবদাহকে এড়াতে দিনের দুই বেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সকাল ছয়টা থেকে ১১টা ও বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা। তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের প্রায় দুইশ এবং বাকি পাঁচ দেশ শ্রীলংকা, নেপাল, ভারত, পাকিস্তান ও মালদ্বীপের দেড়শ অ্যাথলেট অংশ নিয়েছেন। পুরুষ ও মহিলাদের ২৯টি গ্রুপে ১০৫টি ইভেন্টে লড়ছেন এই বর্ষীয়ান অ্যাথলেটরা।
ভারতের বিশিষ্ট কবি ও বর্ষীয়ান অ্যাথলেটর রিনা ভদ্র ২টি ইভেন্টে অসাধারণ নৈপূন্য দেখিয়ে স্বর্ণপদক এবং সিলভার পদক অর্জন করেছেন। তিনি বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি, ভারত বর্ষের অন্যতম সদস্য।তার এই সাফল্যের জন্য বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২৯ জুন শনিবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে সম্মাননা স্মারক, বই উপহার দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা আজগার হোসেন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, জাফর ইকবাল, বিএম এরশাদ,কবি এস চক্রবর্তী। ভারত থেকে তার কন্যা বিশিষ্ট আইনজীবী সিমন্তনী ভদ্রসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে দুই বাংলার জমকালো চায়ের আড্ডায় মেতে উঠে সবাই, আষাঢ়ের বৃষ্টির ছন্দ, মিমন্তনীর হৃদয় ছোঁয়া গান আর এস চক্রবর্তীর কবিতা আবৃত্তিতে মুহূর্তে ভালোবাসায় হারিয়ে যায় সবাই। অন্যরকম প্রীতিবন্ধনের মধ্য দিয়ে বিদায় সুর বেজে উঠে।আর এভাবেই সমাপ্তি হয়।