প্রেস বিজ্ঞপ্তি:
১০ ডিসেম্বর দুপুর ১টায় সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক’র গণজমায়েত
আগামী ১০ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, মোদী বিরোধী আন্দোলন, ডিএসএ সহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজমায়েত অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে ভুক্তভোগী ব্যক্তি, পরিবার ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এসে তাদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করবেন।
উক্ত ভুক্তভোগী গণজমায়েতে আপনি এবং আপনার সংগঠনের উপস্থিতি একান্ত কাম্য।
বিচারের দাবিতে এক হই, আওয়াজ তুলি।
গণজমায়েতে উপস্থিত হওয়ার জন্য মায়ের ডাক’র সভাপতি হাজেরা খাতুন সবাইকে অনুরোধ করেছেন।