পাথরঘাটা উপজেলা প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে তৃতীয় ধাপে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে মোঃ এনামুল হোসাইন, (পুরুষ) ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইঞ্জিনিয়ার মোঃ নাজেস আফরোজ নয়ন এবং (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার (৯ জুন) রাতে পাথরঘাটা উপজেলা রিটানিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রোকুনুজ্জামান খান এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলের তথ্যে যায়, পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪১২২ ভোট পেয়ে (দোয়াত কলম) প্রার্থী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূর আফরোজ হ্যাপি (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন ২২৫৩৯ ভোট পেয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইঞ্জিনিয়ার মোঃ নাজেস আফরোজ নয়ন (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ২৯৭২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শওকত হাসান রমিম (মাইক) প্রতীক পেয়েছে ২৫১৫৪ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৮৯৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিলু রানী (প্রজাপতি) পেয়েছে ১৪৬১৫ ভোট।
রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত, পাথরঘাটা উপজেলার ৫৯টি ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯.৩৫ %,, উল্লেখ্য পাথরঘাটা উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা ছিলো ১৪৭৭৩৩ জন। উল্লেখযোগ্য পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য ছিলেন। পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রথমবারের মত জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।