নিজস্ব প্রতিবেদক:
বরগুনা জেলা'র পাথরঘাটা উপজেলা'র, ঐতিহ্যবাহী পাথরঘাটা ডিগ্রী কলেজের গভর্নিং এডহক কমিটিতে জনাবা আরিফা জাহান তানিয়া সভাপতি মনোনীত হওয়ায়। ঢাকাস্থ পাথরঘাটা উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে শুভেচ্ছা ও মতবিনিময় সভা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইডেন কলেজের মেধাবী সাবেক শিক্ষার্থী এবং পাথরঘাটা ডিগ্রী কলেজের গভর্নিং এডহক কমিটির সভাপতি আরিফা জাহান তানিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ আল মাহমুদ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জেরিন হোসেন, অ্যাডভোকেট মনোজ কুমার দাস, জাকির হোসেন, রুমি কিষ্ণু এবং প্রফেসর কিবরিয়া পারভীন।
সুপ্রিয় কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তারেক মোল্লার, সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সাজ্জাদ হোসেন খান, ১৫ দলীয় জোটের মুখপাত্র এইচ এম বিল্লাল হোসেন রাজু, বরগুনা জেলা জাতীয় মানবাধিকার সমিতি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাজ্জাক এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় আলোচক বৃন্দ, পাথরঘাটা ডিগ্রী কলেজের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ঐতিহ্যবাহী পাথরঘাটা ডিগ্রী কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য আরিফা জাহান তানিয়াকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময়ে প্রধান অতিথি আরিফা জাহান তানিয়া তাঁর বক্তব্যে বলেন, পাথরঘাটা ডিগ্রী কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই কলেজের ঐতিহ্য রক্ষায় এবং শিক্ষার মানোন্নয়নে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ প্রদান, আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করা এবং কলেজের সার্বিক উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতায় কাজ করার অভিজ্ঞতা করেন।
তিনি আরোও বলেন আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে আমরা এই প্রতিষ্ঠানকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারবো। এখানে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করবে আশাকরি। পাথরঘাটা ডিগ্রী কলেজের উন্নয়নে আমার সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিচ্ছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এই প্রতিষ্ঠান একটি মাইলফলক হয়ে থাকবে।
পাথরঘাটা ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে আরিফা জাহান তানিয়ার দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ছিলো অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিকতার নিদর্শন। ঢাকাস্থ পাথরঘাটা উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই সভায় কলেজের ভবিষ্যৎ উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষার বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরেন বক্তরা।
আরিফা জাহান তানিয়ার নেতৃত্বে কলেজটি আরও সমৃদ্ধ এবং আধুনিক শিক্ষার আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা সভার বক্তারা বার বার ব্যক্ত করেছেন। তাঁর প্রতি উপস্থিত অতিথিদের অনুপ্রেরণা এবং সংসদীয় আসনে প্রার্থী হওয়ার প্রস্তাবনা প্রমাণ করে যে তিনি এলাকার মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য এবং জনপ্রিয়।
তানিয়ার বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল ও ইতিবাচক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি ছিলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এই উদ্যোগ সফল হলে পাথরঘাটা ডিগ্রী কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে।
সমগ্র সভার আয়োজন ও বক্তব্যসমূহ প্রমাণ করে, তানিয়ার নেতৃত্বে কলেজ একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।