বরগুনা জেলা প্রতিনিধি: মোঃ রুহুল আমিন
বরগুনা জেলার আমতলী উপজেলায় চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের মৎস্যচাষী জালাল ফকিরের পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় প্রায় ছয় লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার রাতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানান জালাল ফকির।
শনিবার সকালে পুকরের পার্শবর্তী বাড়ীর কুদ্দুস হাওলাদার নামের এক ব্যাক্তি হাঁস নিয়ে বিলে যাওয়ার সময় পুকুরে মরা মাছ ভাসতে দেখে মৎস্য চাষী জালাল ফকিরকে খবর দেয় । ভুক্তভোগী মৎস্যচাষী জালাল ফকির বলেন,কে বা কাহারা রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে আমার এ ক্ষতি করেছে । এতে পুকুরে থাকা ২০/২৫ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা।
জানা গেছে , চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের মৎস্য চাষী মোঃ জালাল ফকিরের নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ১২ শতাংশ জমিতে পুকুর কেটে মাছ চাষ করছেন। পুকুরটিতে চাষ করা পাঙ্গাস ব্রিগেড, সিলভার কাপ, রুই কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ছয় লক্ষ টাকার মাছ মারা যায়।
মৎস্য চাষি জালাল ফকির আরো জানান, রাতে আধারে দূর্বৃত্তরা আমার পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে এতে ২০ /২৫ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কি হবে। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল আমার ভিক্ষা করা ছাড়া আর কোন উপায় নাই। এখন আমার কি হবে। যারা পুকুরে বিষ দিয়েছে আমি তাদের বিচার চাই ।
এ বিষয়ে আমতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোঃ সাখাওয়াত হোসেন তপু বলেন,এ বিষয় কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।